সুজিত প্রসাদ মুৎসুদ্দী 10ই মে 1950ইং সালে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় অন্তগত বড়ুয়া গ্রামে জন্মগ্রহন করেন এবং তার পিতার নাম এস.এম মুৎসুদ্দী এবং মাতার নাম সুমিতা মুৎসুদ্দী। 7ই নভেম্বর 2019ইং সালে ঢাকা জেলার অন্তগত ডেমরা থানার হোল্ডিং নং: 83/22/69, ডগাইন নতুন পাড়া, 66নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেন নিজ বাসায় মারা যান। মৃত্যুর সময় উনার বয়স হয়েছিল 70বছর।
সুজিত প্রসাদ মুৎসুদ্দী 1 ছেলে ও 1 মেয়ে আছে। ছেলের নাম রানা মুৎসুদ্দী, লন্ডন থেকে M.Sc in Computer Science & Engineering পাশ করেছে। বর্তমানে ব্যবসা ও Freelancing Sector কাজ করছে। মেয়ে পপি মুৎসুদ্দী MBA পাস করেছে। সুজিত প্রসাদ মুৎসুদ্দী বাংলাদেশ সুগার এন্ড ফুড করর্পোরেশনে দীর্ঘ 35বছর করে 2007সালে অবসরে যার।
উনি অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন। ছোট বেলা থেকে তিনি ডান পিটে ছিলেন গ্রামের বিভিন্ন প্রোগ্রামে কবিতা, গান ও নাটক করে পুরো গ্রাম মাতিয়ে রাখতেন।
তিনি খুবই মিশুক প্রকৃতির মানুষ ছিলেন মানুষের সাথে সব সময় হাসি খুশিভাবে কথা বলতেন। নিজের চারপাশের মানুষের সব সময় খোজ খবর রাখতেন। কারো কোন বিপথ হলে উনি যথা সাধ্যে সাহায্যে করার চেষ্টা করতেন।
চলমান...
No comments:
Post a Comment